ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু 

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩১, ১৭ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

মোংলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে জামাল শেখ (৪৮) নামে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত জামাল শেখ মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের গোয়ালিরমেঠ গ্রামের আলী আকবর শেখের পুত্র। 

সোমবার (১৭ এপ্রিল) সকালে নিজের বাড়ির সামনে চিংড়ি ঘেরের ঘরে বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। 

এসময় পাশে উপস্থিত জামাল শেখের ছেলে হোসাইন শেখের ডাক চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জামাল শেখকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মোংলা থানা পুলিশের উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) ঠাকুর দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মোংলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তার পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়া শেষ করে জামাল শেখের লাশ তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি