ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

শেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে  ২ যুবক নিহত

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪২, ১৮ এপ্রিল ২০২৩

শেরপুরের নালিতাবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই চালকসহ দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরশহরের নয়ানিকান্দা এলাকার নকলা-নালিতাবাড়ী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

নিহতরা হলেনআবদুর রশিদ (৪০)। তিনি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। অপর নিহত মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম (৩৫)। সে নকলা উপজেলার কুড়েরকান্দা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। 

আহত যুবক উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের আবদুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৫ )।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নালিতাবাড়ী উপজেলার শহিদুল ও আবদুর রশিদ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে বিকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে নকলা উপজেলায় আসেন। সেখানে ভাড়ায় মোটরসাইকেলযোগে নালিতাবাড়ী শহরে রওনা হন। 

পৌর শহরের নয়ানিকান্দা এলাকায় পৌঁছলে হঠাৎ মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম দুজন আরোহীসহ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে পাশের পুকুরে পড়ে যান। 

পরে এলাকাবাসী পুকুর থেকে তিনজনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্মরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আহত শহিদুল ইসলাম বলেন, হঠাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে আমরা পুকুরে পড়ে যাই। পরে আর কিছু মনে নেই।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি