ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৬, ১৮ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

জয়পুরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধন হোসেন  (১৫ ) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

সোমবার  বিকালে জয়পুরহাট -আক্কেলপুর সড়কের জানিয়ার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বাঁধন নওগাঁর বদলগাছী উপজেলার বামনপুর গ্রামের বাসিন্দা এবং জামালগঞ্জ  উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম  জানান, সোমবার বিকালে বাঁধন মোটরসাইকেল নিয়ে জয়পুরহাট শহর থেকে জামালগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে জানিয়ার বাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় বাঁধন। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি