ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার সৈকতে ভাসছে বিশাল আকৃতির তিমি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৯, ১৮ এপ্রিল ২০২৩

কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়ি পয়েন্টের পানিতে ভাসছে বিশালাকার একটি মৃত তিমি।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিমিটি ভেসে এসে সৈকতে আটকে পড়ে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, পরিবেশ অধিদফতর, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান।

কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি মৃত তিমিটি পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই এটিকে গর্ত করে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২১ সালের এপ্রিলে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি ও ইনানিতে ভেসে এসেছিল মৃত তিমি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি