ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে শুটকির হিমাগারে আগুন, দগ্ধ ৩

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২১, ১৯ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন রাজখালী এলাকায় শুটকির হিমাগারে আগুনের ঘটনায় ৩ জন দগ্ধ হয়েছে। 

মঙ্গলবার রাত ১টার দিকে আগুন লেগে হিমাগারটি আংশিক ধসে গেছে। 

শুটকির হিমাগারে বিস্ফোরণ থেকে আগুন লেগেছে বলে জানান বাকলিয়া থানার ওসি মো. আবদুর রহিম। তিনি জানান, আগুনে চারদিকে ধোঁয়া এবং দুর্গন্ধ ছড়ায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। 

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত প্রায় পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, রাজাখালী এলাকা থেকে আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করেছেন।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি