ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাংস্কৃতিক কর্মী ইসমাইলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৬, ১৯ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

বরগুনায় খেলাঘরের সংগঠক ও সাংস্কৃতিক কর্মী ইসমাইল হোসেনের উপর কিশোর গ্যাংদের হামলার প্রতিবাদে এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা শিল্পী কল্যাণ সমিতি।

বুধবার, ১৯ এপ্রিল বিকেল ৫টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে এই কর্মসূচী পালন করেন বরগুনার সাংস্কৃতিক কর্মীরা। এসময় খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য চিত্ত রঞ্জন শীলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উদীচী বরগুনা জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোতালেব মিয়া, থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান, নাট্যকর্মী সুখরঞ্জন শীল, খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক মুশফিক আরিফ, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হোসেন হাওলাদার এবং শিক্ষক নেতা সোহেলী পারভিন ছবি। 

বক্তারা খেলাঘরের সংগঠক ও সাংস্কৃতিক কর্মী ইসমাইল হোসেনের উপর কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানান। 

১৮ এপ্রিল রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসমাইল হোসেন কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি