ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

অবশেষে পদ্মাসেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ২০ এপ্রিল ২০২৩

ফাইল ছবি

ফাইল ছবি

শর্তসাপেক্ষে পদ্মাসেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। ১০ মাস পর পদ্মাসেতু পার হচ্ছেন বাইকাররা। উন্মুক্তের দু’দিন পর সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু হয়। সকাল থেকেই সেতু পার হওয়ার জন্য অপেক্ষায় ছিলেন হাজারো মোটরসাইকেল আরোহী। 

জাজিরা প্রান্ত দিয়ে নিয়ম মেনে সেতুতে ওঠেন বাইকাররা।

দুই দিন আগে অর্থাৎ মঙ্গলবার পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল করবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে বাঁ দিকের সার্ভিস লেনে মোটরসাইকেল চলাচল করবে। কোনো বাইকার যদি নিয়মের ব্যত্যয় ঘটান; যেমন- ওভারস্পিড, লেন না মানা - এমন ক্ষেত্রে সরকার এ সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত নিতে পারে।

গত বছরের ২৫ জুন উদ্বোধন করা হয় স্বপ্নের পদ্মা সেতু। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেয়া হয় সেতুটি। তারপর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। সেতুতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ও বাইকারদের উচ্ছৃঙ্খলতার জন্য সেতু কর্তৃপক্ষ পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি