ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

টানা ১৮ দিন তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৭, ২০ এপ্রিল ২০২৩

টানা ১৮ দিন ধরে তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায় এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে, তাপদাহ থেকে বাঁচতে এবং বৃষ্টির প্রত্যাশায় চুয়াডাঙ্গার কোর্ট জামে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

চুয়াডাঙ্গা আবহাওয়ায় অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

এদিকে, বৈরী আবহাওয়ায় জেলার প্রায় সব হাসপাতালে ডায়রিয়া ও জ্বরসহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকরা রোগী সামলাতে হিমসিম খাচ্ছেন।

এছাড়া গরমের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভুট্টা, ধান, গমসহ মাঠের অন্যান্য ফসল। নষ্ট হয়ে ঝরে পড়ছে আম ও লিচুর গুটি। ব্যাহত হচ্ছে কৃষিকাজ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি