ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘরমুখী মানুষের ভীড়

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৩, ২০ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

ঈদের পাঁচ দিনের ছুটির দ্বিতীয় দিনে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে দৌলতদিয়ার ফেরি ও লঞ্চঘাট হয়ে ঈদ উদযাপনের উদ্দেশ্যে ঘরে ফিরছেন শত শত মানুষ।

বৃহস্পতিবার সকাল থেকে ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের প্রতিটি ফেরি ও লঞ্চে ঘরমুখী মানুষের ভিড় দেখা যায়।

সেই সঙ্গে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও ছোট ছোট যানবাহনের চাপ বেশি। মহাসড়কে যানবাহনের বাড়তি চাপে বেশি দুর্ভোগে যাত্রীরা। 

 প্রতিটি যানবাহনে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। তবে রাস্তায় যানজট কম থাকলেও অতিরিক্ত রোদ আর গরমে অতিষ্ঠ এসব ঘরমুখী মানুষেরা।

এ নৌরুটে যাত্রীদের দুর্ভোগ কমাতে ফেরির সংখ্যা বাড়িয়ে ১৯টি করা হয়েছে। তবে ফেরিঘাটের সংখ্যা রয়েছে মাত্র তিনটি। লঞ্চ চলাচল করছে ২২টি। ঈদের সময় ঘনিয়ে আসায় লঞ্চ ও ফেরিগুলোতে মানুষের এমন ভিড় করে যেতে দেখা যায়।

যাত্রীরা বলেন, অতিরিক্ত গরমে শিশুদের নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কষ্ট হলেও ঈদে পরিবারের সঙ্গে ঈদ করতে যেতে পেরে আনন্দিত তারা। তবে অতিরিক্ত ভাড়ায় অভিযোগ তাদের। বাস ও ছোট ছোট যানবাহনে দ্বিগুণ ভাড়া নিচ্ছে বলে জানান যাত্রীরা।

বিআইডবিউটিসি জানায়, পর্যাপ্ত ফেরি থাকায় এবং পদ্মা সেতু হয়ে যাত্রীদের পারাপারের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এখন যানজট হচ্ছেনা। কোন ধরনের দুর্ভোগ ছাড়াই গন্তব্যে যেতে পারছে যাত্রীরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি