ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ২০ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

বাগেরহাটে সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থ ও অসহায় ৫০০ জনের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৬৬ই বেঙ্গলের ৭ পদাতিক ডিভিশন। 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে জেলার কচুয়া উপজেলার ডিগ্রি কলেজ মাঠে অসহায়দের হাতে ঈদ উপহার তুলে দেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল শাকিব সালেক পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: তাছমিনা খাতুন, মেজর সিয়াম হাসান, ক্যাপ্টেন এএসএম মুরাদুজ্জামান, ক্যাপ্টেন আসিকুর রহমান ও ৭ পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর কর্মকর্তারা।  

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, সেমাই, ও চিনি।  

কচুয়ার টেংরাখালী এলাকায় সু্বধিাভোগী বৃদ্ধা রমেজান বিবি বলেন, সেনাবাহিনী থেকে খাদ্যসামগ্রী পেয়ে খুশি হয়েছি। তাদের জন্য আমরা দোয়া করি। 

খলিশাখালী গ্রামের সাইদুর রহমান বলেন, ঈদের আগের দিন ঈদ সামগ্রী দিয়েছে সেনাবাহিনী। আমরা গরিব, এত টাকা নাই যে ঈদের দিন ভাল খাবার কিনে খাব। আজ আমার খুব আনন্দ লাগছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি