ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আরব দেশের সঙ্গে মিল রেখে মোংলায় ঈদ উদযাপন 

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:১২, ২১ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাগেরহাটের মোংলার একটি গ্রামে ঈদ উদযাপন হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) উপজেলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজার মসজিদসহ কয়েকটি এলাকায় ঈদ উদযাপন হয়। 

এদিন সকাল সাড়ে ৮টায় চটেরহাট বাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মসজিদের ইমাম মাওলানা আঃ রহমান নামাজের ইমামতি করেন।

নামাজের আগেই একে অপরের সঙ্গে ঈদের কোলাকুলি ও নামাজ শেষে মিষ্টি মুখ করেন তারা। ঈদ উপলক্ষে একে অন্যের বাড়িতে যাচ্ছেন শুভেচ্ছা বিনিময়ের জন্য। 

সৌদি আরবের সঙ্গে মিল রেখেই দীর্ঘ ১৫ বছর ধরে চটেরহাটে ঈদ উদযাপন করে আসছেন সুন্দরবন ইউনিয়নের কয়েক গ্রামের বাসিন্দারা।

চটেরহাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আঃ রহমান বলেন, ইমাম আবু হানিফার মতাদর্শে বিশ্বের যে কোনো দেশের আকাশে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করতে হবে। ১২-১৩শ’ বছর আগে চাঁদ দেখার খবর পেতে দেরি হওয়াতে একদিন পরে ঈদ হতো। কিন্তু এখন তথ্য প্রযুক্তির যুগে চাঁদ উঠার খবর মুহূর্তে জানা যাচ্ছে। তাই যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলেই ঈদ উদযাপন করা উচিত। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি