ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলের দেলদুয়ারে ৪০ পরিবারে ঈদ উদযাপন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৬, ২১ এপ্রিল ২০২৩

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের শশীনারা গ্রামে একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। 

উপজেলার শশীনাড়া গ্রামের প্রায় ৪০টি পরিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশেগুলোর সঙ্গে মিল রেখে প্রায় ১০ বছর যাবত ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছে। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় দিকে স্থানীয় শশীনাড়া জামে মসজিদের পাশের মাঠে প্রায় ১৩০-১৪০ জন মুসল্লী পুরুষ-নারী ও শিশু মিলে ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে মুসলিম উম্মাহর মঙ্গল ও শান্তি কামনা করে দোয়া করা হয়। এই নামাজের ইমামতি করেন মাওলান মোহাম্মদ এরশাদ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি