ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ২১ এপ্রিল ২০২৩

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর সংলগ্ন বন্দরখোলা এলাকার এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ব্যক্তির নাম বাবুল মুন্সী (৫২)। তিনি শিবচরের চর কলিকাপুর এলাকার কুটিয়া মুন্সীর ছেলে। আহতরা হলেন মামুন হাওলাদার (১৮), নিরব মুন্সী (১৬), মানিক ফকির (২০), ইমরান মুন্সী (১৮)।  

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী এ তথ্য জানান।

তিনি বলেন, বিকেলে সার্ভিস লেন দিয়ে বাবুল মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। পেছন থেকে উপজেলার সাড়ে বিশ রশি এলাকার মামুন হাওলাদারের মোটরসাইকেলটি পেছন থেকে সজোরে ধাক্কা দিলে উভয় মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই বালু ব্যবসায়ী বাবুলের মৃত্যু হয় এবং উভয় মোটরসাইকেলের চারজন আহত হন। আহতদের উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি