ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরের মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:১০, ২২ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরের মডেল মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনকৃত মসজিদে ঈদের নামাজ আদায় করতে পেরে উল্লাসিত ও আনন্দিত মুসল্লীরা। 

শনিবার সকাল আটটায় গাজীপুরের কালিয়াকৈর বাজার মডেল মসজিদে ঈদের এই জামাত অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক মুসল্লিরা এই মডেল মসজিদে ঈদের জামাতের অংশগ্রহণ করেন।

এছাড়া গাজীপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত জেলা শহরের রাজবাড়ি ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওনানা কামরুল ইসলাম নোমানি।

এসময় উপস্তিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট  আজমতউল্লা খান, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন।

এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি