ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বরগুনায় ভাবগার্ম্ভীজের মধ্যে ঈদুল ফিতরের নামাজ আদায়

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩০, ২২ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

বরগুনায় ধর্মীয় ভাবগার্ম্ভীজের মধ্যে দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৮টায় বরগুনা সার্কিট হাউজ ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে নামাজের আগে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক হাবিবুর রহমান বরগুনাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। 

বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির, বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মাহারাজসহ শত শত ধর্মপ্রাণ মুসুল্লিরা ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

মুসল্লীরা দেশ ও জাতির জন্য দোয়া করেন। 

বরগুনায় ঈদের দ্বিতীয় নামাজ অনুষ্ঠিত হয় আবুল হোসেন ঈদগাহ মাঠে। এছাড়া প্রতিটা এলাকায় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি