ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে ঈদের জামাত অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৯, ২২ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

বরিশালে ঈদের প্রধান জামাত নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দীন ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়। যেখানে রাজনৈতিক ও প্রশাসনের সর্বোচ্চ কর্তাব্যক্তিদের পাশাপাশি সব ধরণের জনতা নামাজ আদায় করেন। 

সকাল সাড়ে ৯টায় চরমোনাইতে অনুষ্ঠিত হয় বৃহৎ জামাত।

এখানে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি শুভেচ্ছা বিনিময় বক্তব্যে বলেন, দেশ বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমৃদ্ধশালী হচ্ছে। এর ধারাবাহিকতা রক্ষায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। 

এসময় বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ও জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি