ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

প্রথমবার মডেল মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ২২ এপ্রিল ২০২৩ | আপডেট: ১৫:৪৯, ২২ এপ্রিল ২০২৩

সারাদেশের মতো নরসিংদীতেও মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা। 

আজ শনিবার সকাল নয়টায় সদর উপজেলা মডেল মসজিদে জামাতে ইমামতি করেন মুফতি আবদুল মতিন।

এসময় প্রায় দেড় হাজার নারী-পুরুষ আলাদা আলাদা নামাজ আদায় করেছেন। এর মধ্যে ১ হাজার পুরুষ ও ৫ শতাধিক নারী মুসুল্লি নামাজ আদায় করেন। প্রথমবারের মতো মডেল মসজিদে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি মুসুল্লিরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত মসজিদে ঈদের নামাজ আদায় করতে পেরে উল্লাসিত ও আনন্দিত মুসল্লীরা। 

জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে আটটায় গাবতলী ঈদগাহে। এছাড়াও স্থানীয় মসজিদ ও জেলার সকল ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি