ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৭, ২৩ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

ঈদে ঘুরতে গিয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোঃ সহবান (১৫) নামের এক নবম শ্রেণীর স্কুলছাত্র নিহত হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের ছিনাই বাজারের কাছে এ ঘটনা ঘটে। 

নিহত সহবান কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর গ্রামের মোঃ লিপটন ব্যাপারী ছেলে। কাঁঠাল বাড়ি ইউনিয়নের সংরক্ষিত আসনের মেম্বার সীমা বেগম প্রথম সন্তান। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে নিহত সহবান তার সমবয়সী আরও দুইজনকে মোটরসাইকেলে নিয়ে দাশের হাট বাজার থেকে ছিনাই বাজারে যাচ্ছিল ঘুরতে। এসময় ছিনাই বাজারের কাছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে থাক্কা লেগে ঘটনাস্থলেই চালক সহবানের মৃত্যু হয়। 

পরে স্থানীয় লোকজন নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এ বিষয়ে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, দুর্ঘটনার খবর শুনেছি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি