ঢাকা, রবিবার   ১৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুয়াকাটায় হোটেল থেকে পর্যটকের মরদেহ উদ্ধার, নারী আটক

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৪, ২৩ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আবাসিক হোটেলের কক্ষ থেকে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পর্যটকের সঙ্গে থাকা এক নারীকে জিজ্ঞাসাবাদ করছে ট্যুরিস্ট পুলিশ। 

আজ রোববার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ওই পর্যটকের সঙ্গে থাকা এক নারীর ডাক চিৎকারে হোটেল কর্তৃপক্ষ এগিয়ে আসে। এসময় হোটেলের মেঝেতে পর্যটকের মৃতদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। 

মৃত পর্যটক রিপন বিশ্বাস (২৯) সাভার আশুলিয়ার চৌগাছা এলাকার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পেশায় গার্মেন্টস কর্মী। 

আবাসিক হোটেল সোনার বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২০ এপ্রিল কুয়াকাটায় বেড়াতে এসে স্বামী-স্ত্রী পরিচয়ে রিপন ও নুপুর তাদের হোটেলের ১০৫ নম্বর কক্ষে ওঠেন। 

এদিকে নূপুরের দাবি, তিনি মৃত রিপন বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী। রাতে দু’জনে একসঙ্গে ঘুমিয়ে ছিলেন সকাল ১০টার দিকে ঘুম ভাঙলে তার ওড়না দিয়ে জানালার গ্রীলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখে দ্রুত মৃতদেহ মেঝেতে নামিয়ে ফেলেন।

কুয়াকাটা জোনের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ওই পর্যটকের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেছেন। স্ত্রী পরিচয়দানকারী এক নারী তখন সেখানে অবস্থান করছিলেন। মৃত্যুর কারণ অনুসন্ধানে আপাতত ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের ওই কর্মকর্তা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি