ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে  জমি-পুকুর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২০, ২৩ এপ্রিল ২০২৩ | আপডেট: ১৫:২০, ২৩ এপ্রিল ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিবাদমান জমি ও পুকুর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার দত্তবাড়ি এলংজানীতে এই ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন (৪০) এলাকার মোকাব্বর হোসেনের ছেলে। এদিকে, গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম ও স্থানীয়রা জানান, দত্তবাড়ি এলংজানী গ্রামের মোসাব্বর হোসেন ও আনসার মৌওলানা গ্রুপের মধ্যে জমি ও পুকুর দখল নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। রোববার সকালে এক পক্ষ এই জমিতে অবস্থান নিলে আরেক পক্ষের লোকজন বাধা দেয়। 

পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মোকাব্বর গ্রুপের জামাল হোসেন নিহত ও উভয় পক্ষের আরও অন্তত ১০ জন আহত হন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ও পুনরায় সংঘর্ষে এড়াতে ঘটনাস্থলে পুলিশ সদস্য মোতায়েন করে। এছাড়া জটিকা অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি