ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কর্মস্থলে ফেরা হলো না ইকবালের

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৭, ২৪ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় ইকবাল হোসেন (৪২) নামে এক চাকরিজীবী নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের বড় ভাই মনিরুজ্জামান (৪৫)। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২৩ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বিশ্বাস বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইকবাল হোসেন উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে কাশেম গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজে কর্মরত ছিলেন। 

পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন ইকবাল হোসেন। ছুটি সীমিত হওয়ায় কর্মস্থলে যাওয়ার জন্য বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলযোগে নাভারন বাস কাউন্টারে যাচ্ছিলেন টিকিটের জন্য। এসময় গোড়পাড়া এলাকায় পৌঁছালে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি হয়। 

এ সময় দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা (নাভারন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লক্ষিন্দর বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে নিয়ে আসার সময় পথিমধ্যে ইকবাল হোসেন নামের একজনের মৃত্যু হয়। মনিরুজ্জামান নামে অপরজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি