ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোরসহ নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:৫৪, ২৫ এপ্রিল ২০২৩ | আপডেট: ০৮:৫৫, ২৫ এপ্রিল ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক দু্ই কিশোরসহ তিনজন নিহত হয়েছে। 

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ২ কিশোর ও এক শিশু নিহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন।

নিহতরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বায়িরাপুর মহল্লার সাইফুল ইসলামের ছেলে জাহিদ হাসান (১৫), ইসলামপুর-কাজিপাড়ার আব্দুর রশিদের ছেলে ওমর ফারুক (১৬), গোলাপেরহাট এলাকার আব্দুর রকিবের সাড়ে ৪ বছর বয়সী শিশু কন্যা আতিয়া। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে বাইক চালানোর সময় চরাঞ্চল শাহজাহানপুর পশ্চিমপাড়ায় রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে ২ বাইক আরোহী কিশোর ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। সোমবার দুপুর ১২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর বেয়াড়াপাড়া এলাকায় সকাল সাড়ে ১১টার দিকে অটোরিকশাকে পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে অটোতে থাকা শিশু আতিয়া ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, পুলিশ দুই ঘটনায় মরদেহ তিনটি উদ্ধার করেছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুটি পৃথক ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি