ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৫৮, ২৫ এপ্রিল ২০২৩

যশোরের বেনাপোলে মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে সাবিত হোসেন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামে ঘটনাটি এ ঘটনাটি ঘটে। নিহত সাবিত যশোরের শার্শা উপজেলার জামতলা টেংরা গ্রামের প্রবাসী লিটন হোসেনের ছেলে। 

পরিবার সূত্রে জানা যায়, ঈদের দ্বিতীয় দিন বিকালে সাবিতের মা ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে প্রতিবেশি বাচ্চাদের সাথে খেলতে যায় সাবিত। কিন্তু সবাই ফিরে এলেও সাবিত বাড়িতে না ফিরলে সবাই খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে নিকটস্থ পুকুরের পানিতে ৩০ মিনিট পরে ডুবন্ত অবস্থায় শিশু সাবিতের মৃতদেহ ভেসে উঠে। সাবিতের মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামের ইউপি সদস্য মিন্টু মিয়া জানান, আমি খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যাই এবং তার দাদার বাড়িতে খবর পাঠাই। মৃতের দাদা-দাদি আসলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি