ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারে সৈকতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৮, ২৫ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন।

মৃত্যু হওয়া মোহাম্মদ শাহজাহান (৪০) চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার শোলকবহর এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার শাহীন জানান, মঙ্গলবার সকালে মোহাম্মদ শাহজাহান পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন। দুপুরে সৈকতের লাবণী পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। এতে শাহজাহান টিউব নিয়ে সাগরে কিছুটা দূরে চলে যান। গোসলের এক পর্যায়ে শাহজাহানের হাত থেকে টিউবটি ছিটকে যায়। এসময় তাকে ভেসে যায়। তাৎক্ষণিক স্থানীয় লাইফগার্ড কর্মিরা তাকে মুমূর্ষাবস্থায় উদ্ধার করেন। 

পরে শাহজাহানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। 
শাহীন জানান, মৃতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি