ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হা‌রিয়ে গাছে ধাক্কা, নিহত ২

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ০৮:৫৬, ২৬ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

রাজবাড়ী সদর উপজেলার দাদশী‌তে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হা‌রিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দি‌কে দাদশী ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান মোঃ দে‌লোয়ার শেখ এর সত‌্যতা নি‌শ্চিত ক‌রেন।

নিহতরা হলেন রাজবাড়ী সদর উপ‌জেলার দাদশীর ধুলদী কৃষ্নপুরের নজের আলী খা'র ছে‌লে মিলন খা (৩০) ও হোসনাবাদের আকবর খা’র ছে‌লে ফ‌কের (৪৫)।

দাদশী ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান মোঃ দে‌লোয়ার শেখ জানান, দুপুর আড়াইটার দি‌কে ওই দুই মোটরসাইকেল আরোহী সিংঙা বাজা‌রের দিক থে‌কে পাচু‌রিয়ার সা‌রেং বাড়ির দি‌কে যা‌চ্ছিল। প‌থিম‌ধ্যে দাদশীর ৫নং ওয়া‌র্ডের সা‌বেক মেম্বর সাখাওয়াতের বাড়ির সাম‌নে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে এক‌টি গা‌ছের সাঙ্গে ধাক্কা লেগে দুজনই মারাত্মক আহত হয়।

প‌রে তা‌দের উদ্ধার ক‌রে প্রথ‌মে রাজবাড়ী সদর হাসপাতা‌লে নেয়া হয়। সেখা‌নে তা‌দের অবস্থার অবন‌তি হ‌লে ফ‌রিদপুর বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠায় চি‌কিৎসকরা। প‌রে সেখান থে‌কে আরও উন্ন‌ত চি‌কিৎসার জন্য তাদেরকে ঢাকায় রেফার্ড ক‌রা হয়। 

ঢাকায় নেবার প‌থে বিকা‌লে মিলন খা এবং ঢাকায় নেবার পর সন্ধ্যার দি‌কে ফ‌কেরের মৃত্যু হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি