ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

মাদারীপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ২৬ এপ্রিল ২০২৩

মাদারীপুরের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলার সার্বিক বিষয়ের উপর দীর্ঘ সময় ধরে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার ট্রাফিক ব্যবস্থা,বাল্যবিবাহ, চিকিৎসাসেবা ব্যবস্থা, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, কিশোর গ্যাং প্রতিরোধ ব্যবস্থা এবং সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান। এসময় সাংবাদিকদের উল্লেখিত বিভিন্ন বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) মোঃ নজরুল ইসলাম, মাদারীপুর সদর ইউএনও মোঃ মাঈনউদ্দিন, সাংবাদিক সংগঠন মাদারীপুর প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতি, মৈত্রী মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলার প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার বিভিন্ন সাংবাদিকরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি