ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ভোলায় বাসের চাপায় জামাই-শ্বশুর নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ২৭ এপ্রিল ২০২৩

ভোলা জেলার বোরহানউদ্দিনে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের বৈদ্দের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মনির শরিফ (৫৫) ও আলী আজগর (৩৫)। তারা সম্পর্কে জামাই-শ্বশুর। 

বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রাজিব জানান, সকালে ভোলা থেকে যাত্রী নিয়ে সাজনী সুপার পরিবহনের একটি বাস চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বৈদ্দের পুল এলাকায় পার্শ্ববর্তী সড়ক থেকে একটি মোটরসাইকেল মূল সড়কে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চাপা পড়ে। 

এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত মনির শরিফ উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ও আলী আজগর ৫নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি