ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

গাজীপুর সিটি নির্বাচন: আজমত উল্লার মনোনয়নপত্র দাখিল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৬, ২৭ এপ্রিল ২০২৩ | আপডেট: ১৪:১৭, ২৭ এপ্রিল ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান।  

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগ মনোনিত মেয়ের প্রার্থী আজমত উল্লা খান। 

জাহাঙ্গীর আলম ও তার মায়ের মেয়র পদে নমিনেশনের ব্যাপারে আজমত উল্লা খান বলেন, আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি যদি উনার আস্থা থাকে, দেশের উন্নতির উপর আস্থা থাকে তাহলে দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন। 

তৃণমূল থেকে নেতাকর্মীরা নৌকাকে জয়ী করার জন্য প্রস্তুত হয়ে আছেন বলে জানান তিনি।

 আগামী ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই, প্রার্থীতা প্রত্যাহার ৮ মে এবং প্রতীক বরাদ্দ হবে ৯ মে।  

ইভিএমের মাধ্যমে ২৫ মে অনুষ্ঠিত হবে সিটি করপোরেশন নির্বাচন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি