ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ভান্ডারিয়ায় মায়ের হাত ফসকে নদীতে পড়ে নিখোঁজ শিশু 

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৩, ২৭ এপ্রিল ২০২৩

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পোনা নদীর উপর পুরাতন বেইলী ব্রীজ থেকে মায়ের হাত ফসকে নদীতে পরে সিনথিয়া আক্তার নামের সাড়ে ৪ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। 

বুধবার সন্ধ্যা ৭ টার দিকে মায়ের সাথে ঘুরতে এসে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সিনথিয়া আক্তার কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের কাওসার খানের মেয়ে। 

ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পারভেজ আহমেদ জানান. শিশুটি ব্রীজ থেকে পরে যাওয়ার পরেই খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা রাত সাড়ে নয়টা পর্যন্ত চেষ্টা চালিয়ে প্রবল স্রোতের কারনে উদ্ধার বন্ধ হয়ে যায়। 

আজ বৃহস্পতিবার সকাল ৬টায় বরিশাল থেকে ডুবুরি দল এসে আবারও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে বেলা বারোটা পর্যন্ত শিশুটির কোন সন্ধান পায়নি ডুবুরি দল। 

সিনথিয়ার মা হাফসা বেগম জানান, বুধবার বিকেলে ভান্ডারিয়ার ইকো পার্কে ঘুরতে বের হয়। ৭ টার দিকে জোড়া ব্রীজ দিয়ে হেটে পার হচ্ছেলেন তারা। ব্রীজ পার হওয়ার সময় ব্রীজের ভাঙা অংশ দিয়ে সিনথিয়া আমার হাত ফসকে পোনা নদীতে পরে যায়। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরীরা উদ্ধার কাজে অংশ নেয় । 

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশিকুজ্জামান জানিয়েছেন শিশুটিকে উদ্ধারের জন‌্য বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।  এখনও তার সন্ধান করতে পারেনি। 

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি