ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হত্যা মামলায় পলাতক আসামি টঙ্গী থেকে গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ২৮ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পেপার স্কু (৩৩)-কে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল বৃহস্পতিবার রাতে রাজধানীর অদূরে গাজীপুরের শিল্পনগরী টঙ্গী এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আজ শুক্রবার র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

আসামি পেপার স্কু এর বিরুদ্ধে কলমাকান্দা থানায় ২০১১ সালের একটি হত্যা মামলা রয়েছে। মামলা দায়েরের পর থেকে সে আত্মগোপনে ছিল। বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি