ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বেলকুচিতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৫, ২৮ এপ্রিল ২০২৩

সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও এক শিশু আহত হয়েছে। 

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বেলকুচি উপজেলা সূবর্ণসাড়া পেট্রোল পাম্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার তামাই কলিয়াপাড়া গ্রামের মুকুল সরকারের ছেলে আল আমিন (২৩) ও সিরাজগঞ্জ সদর থানার সয়াধানগড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে ইউনুস (৩৬)। 

এ ঘটনায় আহত শিশুটিকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে । 

বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সূবর্ণসাড়া তেল পাম্পের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক শিশু আহত সহ দুই চালক নিহত হয়। নিহতদের লাশ বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। 

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি