ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ভালুকায় সড়ক দুর্ঘটনায় ২ মটরসাইকেল আরোহী নিহত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ২৯ এপ্রিল ২০২৩ | আপডেট: ১০:৫২, ২৯ এপ্রিল ২০২৩

ময়মনসিংহের ভালুকার ভরাডোবায় সড়ক দুর্ঘটনায় ২ মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে একজন। 

নিহতরা হলেন মামারিশপুর গ্রামের দিলিপ ও মানিক। গেল রাত ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবায় বাসের সাথে মটরসাইকেলের ধাক্কা লাগে।

এতে বাইকের চালকসহ ৩ আরোহী মহাসড়কের উপর ছিটকে পড়ে গুরতর আহত হয়। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে ভালুকা সদর হাসপাতালে নেয়ার পর দুজনের মৃত্যু হয়।

গুরুতর আহত ইমরানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এসবি/ 


 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি