ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

‘দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী জনগণের মনে জায়গা করেছেন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৬, ২৯ এপ্রিল ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জনগণের মনে স্থান করে নিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ।

শুক্রবার(২৮ এপ্রিল))সন্ধ্যায় মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের সাফল্য আজ দেশের জনগণের মুখে মুখে। তাই জনগন এখন আওয়ামীলীগ সরকারের উপর আস্থাশীল। জনগন বুঝে গেছে আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশ ভালো থাকবে, দেশের মানুষ শান্তিতে থাকবে।

পরে কেক কেটে নেতাকর্মীদের সাথে বঙ্গবন্ধুর ২য় পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ জামালের জন্মদিন পালন করেন এমপি গোলাপ।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ বাসার, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ,কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন সহ মাদারীপুর-৩ আসনের বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি