ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

যশোরের শার্শা সীমান্তে ৭৮ কেজি গাঁজা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৬, ২৯ এপ্রিল ২০২৩

যশোরের শার্শা সীমান্তে অর্ধকোটি মুল্যের ৭৮ কেজি ভারতীয় গাঁজা মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) সকালে শার্শা উপজেলার সীমান্তবর্তী লক্ষণপুর ইউনিয়নের শালতা গ্রামের একটি মাঠ থেকে গাঁজার চালানটি উদ্ধার করা হয়।

যশোরের নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাদ আল নাহিয়ান শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, শার্শার শালতা সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান ভারত থেকে আনা হবে এমন সংবাদে পুলিশের একটি টহলদল সেখানে গোপনে অবস্থান নেয়। পরে ভারত সীমান্ত পেরিয়ে ৫-৬ জনের একটি মাদক পাচারকারীদল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাদেরকে থামার নির্দেশ দিলে তারা ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বস্তা গুলো উদ্ধার করে বস্তার মধ্যে থাকা ৭৮ কেজি গাঁজা জব্দ করেন।

উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় অর্ধ লক্ষ টাকা বলে পুলিশ জানায়। 

উপজেলার ফুলসারা গ্রামের বয়দার রহমান (৩৩) কে পাচারকারি হিসেবে চিনতে পারায় তাকে পলাতক আসামি করে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে পুলিশ।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি