ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

এমপি গোলাপের নিমন্ত্রণে কালকিনিতে নেতাকর্মীদের ঢল

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৪, ২৯ এপ্রিল ২০২৩

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য,বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপির নিমন্ত্রণে কালকিনির রমজানপুরে এমপির নিজ বাসভবনে মাদারীপুর-৩ আসনের ২০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওয়ামীলীগের সকল নেতাকর্মী সহ জনসাধারণের ঢল নেমেছে।

শনিবার দুপুরে কালকিনির রমজানপুরে এমপির নিজ বাসভবনে মাদারীপুর-৩ আসনের সকল নেতাকর্মী ও জনসাধারণের এক মিলনমেলায় পরিণত হয়। পরে সকলের জন্য এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

জানা যায়, মাদারীপুর-৩ আসনের অন্তর্গত কালকিনি ও ডাসার উপজেলা এবং মাদারীপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নসহ মোট ২০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওয়ামীলীগের নেতাকর্মীসহ জনসাধারণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন আবদুস সোবহান গোলাপ।

এসময় নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে আবদুস সোবহান গোলাপ বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন আজ দৃশ্যমান। এসকল উন্নয়নগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে।

ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ থেকে দলের ভিতরের ও বাইরের শত্রুদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একসঙ্গে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান এমপি গোলাপ।

অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের আওয়ামীলীগের অধিকাংশ নেতাকর্মী ও জনসাধারন উপস্থিত ছিলেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি