ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৮, ২৯ এপ্রিল ২০২৩

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগডুমুর গ্রামে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। 

নিহতরা হলো সদর উপজেলার বাগডুমুর গ্রামের নছিম খানের ছেলে আব্দুল মালেক ও একই গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে মো. সোলেমান শেখ। 

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে গ্রামের মাঠে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস।


তিনি জানান, মাঠে ধান কাটছিলেন ঐ দুই কৃষক। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়িতে ফিরছিলেন তারা। পথে বজ্রপাতের কবলে পড়ে দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি