ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ধনবাড়ীতে বাস-অটোরিক্সার সংঘর্ষে ৪ জন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৪, ৩০ এপ্রিল ২০২৩ | আপডেট: ১৬:৪৫, ৩০ এপ্রিল ২০২৩

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাঘিল এলকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুই স্কুলছাত্রীসহ ৪ জন নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। 

গুরুতর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) দুপুর একটার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের উপজেলার বাঘিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বাঘিল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী রশ্মি ও বিথী, গোপালপুরে হাদিরা এলাকার মোস্তফা, নরিল্লা বাঘিল এলাকার হাকিম।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আসলাম হোসাইন জানান, জামালপুরের সরিষাবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস দুপুর একটার দিকে উপজেলার বাঘিল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয় ও হাসপাতালে নেয়ার পথে আরও দুইজন মারা যান। এ ঘটনায় ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি