ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৩, ৩০ এপ্রিল ২০২৩

সৌদি আরবের তাইয়্যেবাহ শহরে সড়ক দুর্ঘটনায় মোঃ শেখ ওয়ারু মিয়া(৫৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম মাদ্রাসা পাড়ার মোঃ উঞ্জুর আলীর ছেলে। 

শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আলমগীর নামে অপর এক প্রবাসী গুরুতর আহত হন। 

পরিবারের সদস্যরা জানান, নিহত ওয়ারু মিয়া সৌদি আরবের তাইয়্যেবাহ শহরে একটি কোম্পানীতে কাজ করতেন। ঘটনার দিন ভোরে তাইয়্যেবাহ শহরের রাস্তার পাশে দাঁড়িয়ে অন্যান্য প্রবাসীদের সাথে গল্প করার সময় একটি দ্রুতগতির প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওয়ারু মিয়া নিহত হন। 

নিহত ওয়ারু মিয়ার ভাতিজা প্রবাসী গিয়াসউদ্দিন বলেন, মরদেহ বর্তমানে সৌদি আরবের একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা চলছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে তিনি বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি