ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পটিয়ায় আগুনে পুড়ে নিহত ১

পটিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৭, ১ মে ২০২৩ | আপডেট: ১৫:৩৫, ১ মে ২০২৩

Ekushey Television Ltd.

চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে আগুন লেগে পুড়ে গেছে ৪টি বসত ঘর। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দৃষ্টি প্রতিবন্ধী এক নারীর। 

নিহতের নাম রিজিয়া বেগম (৬০)। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত ইউছুপ মিঞার স্ত্রী। বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আগুনে মোহাম্মদ রুবেল, মো: বাদশা, ছেনোয়ারা বেগম ও নুরুল আলমের নগদ
অর্থসহ বেশ কিছু মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

না গেছে, উপজেলার জিরি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রুবেল,বাদশাসহ ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের লোক বুধবার রাতে ঘুমিয়ে পড়েন। রাত অনুমান আড়াইটার দিকে রহস্যজনক আগুনের সুত্রপাত হয়। ঘটনার পর টহল পুলিশের এসআই মো:
সায়েমসহ স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

আগুন লাগার পর পরিবারের সবাই ঘর থেকে বের হতে পারলেও প্রতিবন্ধী রিজিয়া বেগম বের হতে পারেননি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি