ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৬, ১ মে ২০২৩

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুকুর থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গোপাটের পুকুরে মরদেহ দুটি ভেসে উঠলে তা উদ্ধার করে স্থানীয়রা। 

মৃত দুই শিশু হল, উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গোপাট গ্রামের এনাম খাঁ’র ছেলে আরাফাত খাঁ (৯) ও উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের শিপন মিয়ার ছেলে মোঃ সামির (৮)।

চম্পকনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মোঃ রেজুয়ান আহম্মেদ বলেন, রোববার বিকেল থেকে দুই শিশু নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরে রাতে চান্দুরা থেকে আখাউড়া উপজেলা পর্যন্ত মাইকিং করেও কোন খবর পাওয়া যায়নি। সকালে থানায় জিডি করে ফেরার পর শুনতে পেয়েছি পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভেসে উঠেছে। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ জানান, বিকেলে বাড়ির পাশে খেলা করতে গিয়ে ওই দুই শিশু নিখোঁজ হয়। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরী হয়েছে। তবে মৃত্যুর বিষয়ে এখনো কোন অভিযোগ আসেনি।  

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি