ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

লক্ষ্মীপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মে দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১০, ১ মে ২০২৩

লক্ষ্মীপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মে দিবস পালন করা হয়েছে। 

সোমবার সকালে রিকসা, ব্যাটারী রিকসা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ এর আয়োজনে একটি র‌্যালী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে এসে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা ও জেলা বাসদ আহ্বায়ক এম এ মজিদ, পরিষদের জেলা কমিটির সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাষ্টার, ফিরোজ আলম, আবু তাহের, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন। 

সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের জেলা সভাপতি এ্যাডভোকেট মিলন মন্ডল।
 
এছাড়া ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা শাখা এক বিরাট র‌্যালী ও সমাবেশের আয়োজন করে। এ সময় বক্তারা শ্রমিক স্বার্থ বিরোধী সকল কালাকানুন প্রত্যাহারের দাবি জানান।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি