ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মে দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৬, ১ মে ২০২৩

Ekushey Television Ltd.

মেহেরপুরে নানা আয়োাজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। 

দিনটি পালন উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯ টার সময় মেহেরপুর পুরাতন বাসস্ট্যান্ডের সামনে থেকে মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটি র‌্যালি বের করা হয়। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার নেতৃত্ব র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। 

র‌্যালীতে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান সহ শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশ নেয়। 

বেলা ১১টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক নেতাদের নিয়ে আলোচনা সভা করা হয়। 
জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্তে আলোচনা সভায় শ্রমিক নেতা সহ প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য রাখেন। 

এ ছাড়াও  বিভিন্ন শ্রমিক সংগঠন আলাদা আলাদা র‌্যালী ও আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি