ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

নাটোরে মহাসড়কে ফাঁদ পেতে ট্রাক ডাকাতির চেষ্টা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩০, ২ মে ২০২৩

নাটোরের বড়াইগ্রামে সড়কের ওপর তারকাঁটার ফাঁদ পেতে সিমেন্ট বোঝাই একটি ট্রাক ডাকাতির চেষ্টা করা হয়।  

সোমবার রাত পৌনে ১১টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, সোমবার রাতে নারায়নগঞ্জ থেকে নওগাঁগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক মানিকপুর বিল এলাকায় পৌঁছালে মহাসড়কে ডাকাতদলের বিছিয়ে রাখা তারকাঁটার বেড়িকেডের কবলে পড়ে। এসময় চাকা পাংচার হলে চালক ট্রাকটি থামান। এসময় ট্রাক চালকের গলায় ছুরি ধরে তাকে জিম্মি করার চেষ্টা করে ডাকাতরা। ট্রাক চালক অস্ত্রধারী এক ডাকাতকে লাথি মারলে সে ছিটকে পড়ে যায়। এসময় অন্য ডাকাতরা এগিয়ে আসার চেষ্টা করতেই টহল পুলিশকে দেখে বিলের মধ্যে পালিয়ে যায় পুরো ডাকাতদল। খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। ডাকাতদের ধরতে বিলে পুলিশ অভিযান শুরু করেছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি