ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

হাতিয়ায় তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৩, ২ মে ২০২৩

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অনুমোদনহীন পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে ওছখালী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কায়সার খসরু। অভিযানে সহযোগিতা করেন, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আজিজুল ইসলাম ও হাতিয়া থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অনুমোদনহীন পণ্য বিক্রি ও পঁচা ফল বিক্রির অভিযোগে বাজারের আরমান স্টোরকে ৮০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশ মুরগি বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়সার খসরু বলেন, এটি আমাদের নিয়মিত অভিযান। অভিযানের উদ্দেশ্য হল সাধারণ ভোক্তাদের হয়রানি বন্ধ করা।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি