ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে গার্মেন্টস কর্মীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৩, ২ মে ২০২৩

Ekushey Television Ltd.

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ আব্দুল্লাহ (২৮) নামের এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে হারদী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

মোঃ আব্দুল্লাহ ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামের মুনছুর আলীর ছেলে।

ষোলটাকা ইউপি সদস্য আরিফুল ইসলাম সুজা বলেন, মোঃ আব্দুল্লাহ ও তার ভগ্নিপতি একই গ্রামের আব্দুল মালেকের বাড়িতে ভুট্টা মাড়াই কাজে সহযোগিতার জন্য যায়। কাজ শেষে ভুট্টা মাড়াইয়ের মেশিন অন্যত্র নেওয়ার সময় বিদ্যুতের তারের সাথে বেঁধে বিদ্যুৎস্পৃষ্টে সে আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার হারদী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

মোঃ আব্দুল্লাহ ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি