ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৩, ২ মে ২০২৩

Ekushey Television Ltd.

জয়পুরহাটের কালাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

ডাকাতির প্রস্তুতিকালে কালাই উপজেলার  বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। 

মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন। 

আটককৃতরা  হলেন, জেলার ক্ষেতলাল উপজেলার বড় তারা পশ্চিমপাড়া  গ্রামের শেখ সাদীর ছেলে শালিন (২২), বড়তারা মধ্যপাড়া গ্রামের মুনছুর রহমানের ছেলে রাকিব হাসান (২৬),পাঁচবিবি উপজেলার গোড়না বাজারের আব্দুল ওহাবের ছেলে ইব্রাহিম হোসাইন (২৮),বগুড়ার ধুনট উপজেলার জালশুকা গ্রামের খালেক খন্দকারের ছেলে নাফিজ খন্দকার (২০)।

জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, আটকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। সোমবার গভীর রাতে কালাই বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা; এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দু'টি ধারালো চাকু, লোহার তৈরি পাইপ ও  প্লাষ্টিকের রশি জব্দ করা হয়।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি