ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

পটুয়াখালীতে মুক্ত গণমাধ্যম দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩০, ৩ মে ২০২৩

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন ও ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধনের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধনে পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন ।

তখন বক্তব্য রাখেন কার্যকরি কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি জালাল আহম্মেদ, প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক শংকর লাল দাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সহ-সভাপতি এ্যাড. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় প্রমুখ।

বক্তারা বলেন, বিভিন্ন সময়ে সাংবাদিকেরা অকারণে নির্যাতনের শিকার হন, এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের হয়রানী করা হচ্ছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হওয়া সত্ত্বেও স্বাধীন ভাবে কাজ করতে পারছেনা। মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমের এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকরী হস্তক্ষেপ দাবী করেন বক্তারা।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি