ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল ৪ যুবক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৮, ৩ মে ২০২৩

Ekushey Television Ltd.

ভালো কাজের আশায় অবৈধ পথে ভারতে গিয়ে তিন সহোদরসহ চার বাংলাদেশী যুবক বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে।

মঙ্গলবার (০২ মে) রাতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসারা হলো বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ধানসাগর গ্রামের লুৎফর আলীর তিন ছেলে হায়দার আলী (৩৭), এমদাদুল আলী (২৯), হাসান আলী খান (২৮) ও একই থানার গোয়ালবাড়িয়া গ্রামের আলম শেখের ছেলে সাইফুল ইসলাম (৪০)। 

ভারতের হায়দ্রাবাদ এলাকায় অবৈধভাবে বসবাস করার অপরাধে তাদের আটক করে সে দেশের পুলিশ।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব বলেন, ফেরত আসা যুবকেরা সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে গিয়ে হায়দ্রাবাদ পুলিশ কর্তৃক আটক হয়। পরে তাদের কারাগারে রাখা হয়। বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে মঙ্গলবার রাতে তাদের ভারতীয় পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেন। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, ফেরত আসা চার যুবককে ‘রাইটস যশোর’ নামের একটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

রাইটস যশোর এর এরিয়া কো অর্ডিনেটর বজলুর রহমান জানান, এদের এখান থেকে নিয়ে সংস্থার যশোরে নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগের মাধ্যেমে তাদরে হাতে তুলে দেওয়া হবে। 

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি