ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মায়ের সঙ্গে অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ৩ মে ২০২৩

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলায় মায়ের ওপর অভিমান করে তন্বী মণ্ডল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বেনাপোল পোর্টথানার বালুন্ডা গ্রামের জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। তন্বী বালুন্ডা গ্রামের জেলে পাড়ার শ্রী রাম মণ্ডলের মেয়ে। 

মঙ্গলবার (২ মে) দিবাগত রাতে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে বই পড়ার সময় মোবাইল ব্যবহার করছিলো বলে তার মা বিলাসী রাণী বকাঝকা করে। এতে সে মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে। মা ভোরে ঘুম থেকে উঠে জানালা দিয়ে ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে মেয়েকে ঝুলতে দেখেন। এরপর পরিবারের লোকজনসহ প্রতিবেশিকে ডাকাডাকি করে নিচে নামায়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বালুন্ডা গ্রাম থেকে তন্বী মণ্ডল (১৫) এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি