ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বরিশালে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থীর মতবিনিময়

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৩, ৪ মে ২০২৩

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বৃহস্পতিবার সকালে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিয় করেন।

এ সময়ে অন্যদের মধ্য বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল,সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন বক্তৃতা করেন। 

এ সময় খোকন সেরনিয়াবাত বলেন, তিনি নির্বাচিত হলে সিটিকর্পোরেশনের সকল অনিয়ম দূর করে নগরীকে নতুনভাবে সাজানো হবে। 

তিনি নির্বাচনে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেছেন। এ সময় বরিশালের প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

পরে তিনি নগরীর সদররোড, লইনরোড ও হাসাতালরোড এলাকায় গনসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করেন। এ সময় তার সাথে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি